(প্রথম পোস্ট) এবারের কলকাতা বইমেলা থেকে সংগ্রহ

বেশ কিছু বই এবারে সংগ্রহ করলাম কলকাতা বইমেলা থেকে। সবকটার ছবি তুলতে পারিনি, বাকিগুলো ও পরে পোস্ট করবো।

~ ছবিতে (স্টল-নম্বর সহ) ~

শুঁড়ওলা বাবা - শিবরাম চক্রবর্তী (২৯৩)

ময়ুখ চৌধুরী কমিকস সমগ্র (৫৬৫)

শিব কাহিনী (২৭২)

শিবরাম রচনাসমগ্র (১ম খন্ড) (৫৪৭)

~

ভেবে গেছিলাম দুটো বই হয়তো কিনবো। কিন্তু অনেকগুলো কেনা হয়ে গেল।